বর্ষা বিকেলে সিগারেটে সুখটান,
দেওয়ালে ঝোলানো একরাশ অভিমান,
আমার এ অভিমান একটু একটু করে বাঁচে,
এক মায়াবি নীলচে আঁচে,
তোর এই হাসি অযথা,
আমার অভিমান নগণ্য এক শ্রোতা।
কোনো এক শরতে সোনাঝুড়িতে দেখেছিলাম তোকে,
ধরে না রাখতে পারার যন্ত্রণা,
আমায় কুড়ে কুড়ে খায়,
সমস্ত বসন্ত পেরিয়ে যখন মৃত্যুর দোরগোড়ায়,
তখন চেনা মুখগুলো অচেনা হয়ে দূরে সরে যায়,
এ শহরের মূহুর্তেরা আমার কাছে এসেছিল,
শেষ প্রস্তুতি নেওয়ার আগে,
ওরা একমুঠো ভালোবাসা চেয়েছিল।