যে মেয়েটা নির্বাক ছিল,
তার তো ফিরে আসার কথা নয়।
প্রতিবাদের পথে সে কলম বেছে নিল,
কথাদের এইভাবেই বেঁচে থাকতে হয়।।


অনেকটা হাইওয়ে পেরোবার পর,
আসে একটা সরু গলি।
আলো জ্বালায়নি সেদিন একটাও ঘর,
রাতে আমরা শরীর নিয়ে খেলি।।


চেনা নর্দমা দিয়ে ভেসে যায়,
ভিন্ন ধর্মের অচেনা রক্ত।
আর্তনাদে তাদের অসহায়তা প্রকাশ পায়,
আমরা শোকপ্রকাশ করা দর্শক মাত্র।।


চিৎকার একটি ছেলেরও, একটি মেয়েরও,
পার্থক্য শুধু যোনি আর মাথার।
রক্তে থাকে না জাত, থাকে না ধর্ম,
কত নির্ভয়া, অঙ্কিত লাশ হবে আর??