||অনামিকা||
শেষ তো সব,
পাখি তো উড়তে শিখে গেছে
তবে এ ভয় কিসের?
যখন হাসছিস তখন মনের দু চোখে জল কেন?
অভিমান করেছে আমার ছেলেটা।
তাই অন‍্যের হাত ধরা?
রাখ না ওকে তোর আলোর সাথি
জীবনের অন্ধকারে তবু আমায় পাবি।
মুখের হাসি না হয় ও আনল,
মনের খুশি তোর অনামিকা।
কষ্ট দিয়ে ভাঙিস তুই,
এবার না হয় গড়ব আমি।
শেষ বলে কিছু নেই
তাই আমি ঠিক করব।
এ জীবনেই কষ্ট পাব
তবু এ জীবনেই হাসব আমি,
ভেঙে চুরে দুমরে যাব
তবু এ প্রাচীর ভাঙব আমি।
যে ক্লেশের কারণ আমি
তারি রক্ষিতা হল না হয় ও
দূরে ঠেলবি কাছে তবু থাকব তোর,
যে ক্ষত হেনেছি আমি সে ক্ষত মুছে দেবে
তোর মনের অনামিকা।
কোনো পুরুষ নয়, সময়কে সঙ্গী করলাম,
পুরে যাওয়া এক টানের অস্থি দিয়েই
গড়ে উঠবে এক নতুন টান
সব থাকবে শুধু ওদের ভেঙে পড়া থাকবে না।
জানা নেই এমন সফল হবে কিনা
তবে জীবন আর মৃত্যুর মাঝে
এ চেষ্টা থাকবে আজীবন।
অনামিকা একা, তবু সে ভাঙবে না।
তোকে তোর নতুন সকাল ফিরিয়ে নিজেই হারাবে তোর অন্ধকারে।
মুখের প্রেম না হয় ও থাকল
তোর মনের ভালোবাসা অনামিকা।