আজকাল অনেক সময় আছে
তোমার সাড়া দেওয়ার অপেক্ষায়
আজকাল  কবি বসে আছে
তুমি সাড়া দিলে দু-একটি নয়,
হাজার কবিতা জন্মাবে,
কবিতায় বর্ণনার মত রূপ তোমার আছে
রঙ, কাগজ তোমার রূপের জন্যই অপেক্ষারত
তোমার অপেক্ষা আজ যদি হটাৎ কবিতা হয়ে উঠতে পারে,
তোমার অপরুপ ছবি যদি কোনো কবির মনে মরুভূমির মরীচিকা হতে পারে
তবে কে বলতে পারে এভাবেই বড় শিল্পি বা কবি তৈরি হবে না?
তাই বলি আজকাল অনেক সময় আছে
আজকাল তোমার চোখ, তোমার ঠোট, তোমার চুল, তোমার মুখ সব কিছু সতেজ আছে
আমিও আজকাল তোমার জন্যই কবি হয়ে উঠেছি
একদিন সময় শেষ হয়ে যাবে
চুল সাদা হবে, দাঁত পড়ে যাবে
ত্বক মসৃণ থাকবে না মোটেই
কথার মধ্যে মধুরতা থাকবে না আর
সেদিন ওই রুপের বর্ণনা আর  আঁকা ছবি
সাক্ষ্য থাকবে তোমার রুপের।
এমনকি আমার কবি হওয়ার প্রমাণ থাকবে
তাই বলি আজকাল সময় আছে
যদি তুমি বোঝো।