আমার  উপহার ছিল  সস্তা হলুদ শাড়ি
তুমি চাইলে সঙ্গে লাল টিপ
আমি বললাম লাল গোলাপ ভালোবাসো?
তুমি চায়লে মাথায় কাঠগোলাপ
জানতে চাইলাম "পাহাড় নাকি সমুদ্র ?"
বললে "গঙ্গার ধারের বাতাস"।
আমি বললাম তোমার কি
কবিতা ভালো লাগে?
তুমি বললে একটু আধটু  হয় লেখা লেখি।
আমি যেই কবিতা লিখে দিলাম
কবিতার উত্তর কবিতায় লিখে দিলে
ভাবলাম তুমি বুঝি সারা জীবনের  আমার কবিতার মেয়ে হবে।


একবেলার বাতাসের মত
হাজার দুঃখ দিয়ে
শুধুই ছুঁয়েই হারিয়ে গেলে।
একবেলার বেশি কথা হয়নি ঠিকই,
জানিনা কোন অজানা কারণে
এই আঘাত দিয়ে
বোকা প্রেমিক করে গেলে।
ভুলতে পারবো না এই গভীর ক্ষত
তুমি থেকে যাবে মরীচিকার মত।