এক নাম না জানা মেয়ে
ঘুম ঘুম এক সকালে
প্রথম তাকে দেখেছিলাম সকালের টিউশনে তিল  ছিলো তার চোখের পাশে
যেন একটি তারা গোধুলি আকাশে
সেই দিনই মেঘলা বিকেলে
আবার তাকে দেখি তার বাবার সাইকেলে
না বুঝে টিউশনে যেই ঢুকি
হয়ে যাই আমি তার মুখোমুখি
মেঘলা সেই বিকেল বেলাই বৃষ্টি কিছুই হয়নি
তার আামার কোনো কথায়
হয়নি
তার চশমার ফ্রেম কালো
তাকে মানিয়েছিল ভালো
তার গলার স্বর
আমার বুকে এনেছিল ঝর
তার চুল  যেন কোনো চিলের পালকের রং করেছে ধার
তার কথা বলব কি আার?