আত্মজা
-------------
গর্ভে তোর সাথে নাড়ীর টান
শিরায় উপশিরায় শিহরন জাগাল
স্নায়ু বয়ে নিয়ে চলেছিল সুসংবাদ
অনুভব করলাম নারীর মধ্যে মাতৃত্বের সত্তা।


কোল আলো করে যেদিন তুই এলি
সৃষ্টি সুখের উল্লাসে আমি মাতলাম
আমার চারপাশের ফ্যাকাসে ছবি
তোর তুলির টানে রঙ্গিন হল।


তোর নিষ্পাপ মুখ দেখে কাটত দিনরাত্রি
তোর নরম হাতের ছোঁয়ায় পেতাম স্বর্গসুখ
তুই যেন দূত হয়ে
আমার আঁধার ঘরে জ্বালালি আশার প্রদীপ।


নাচে গানে হাসি কান্নার স্রোতে
ভেসে গেল আমার সব দুঃখ যন্ত্রণা
তোর কলকল শব্দ তরঙ্গ
জাগাল আমার মনে খুশির বন্যা।


তুই যেন স্রোতস্বিনী নদীরূপি
তোর বাঁকে বাঁকে জেগেছে জলোচ্ছ্বাস
তোর বহমান জীবন জোয়ারে
আমিও ভেসে চলেছি সুখসাগরে।