স্বীকারোক্তি
-----------------
রোদেলা দুপুরে নির্জন কক্ষে
মুখোমুখি বসে তুমি আর আমি
সামান্য দূরত্ব ছিল বটে ,
আমি অদৃশ্য সাঁকো পেরিয়ে
তোমায় ছুঁতে চেয়েছি বারবার
তবে তোমার চারপাশে টানা বলয়
পার করা ছিল দুঃসাধ্য !


তোমার মুখমন্ডল ছিল নিরুত্তাপ
কিন্তু তোমার চোখে দেখেছি আমার প্রতিবিম্ব,
তোমার কৃত্রিম হাসির পেছনে
লুকোনো ছিল গভীর অভিমান
আমাকে হারানোর ভয় --------


আমি বুঝেছি,  তাই চারপাশের
গজিয়ে ওঠা ভ্রান্ত বিলাসিতা ছেঁটে
তোমার কাছে করেছি নিজেকে সমর্পণ।


স্বীকারোক্তি করেছি
আমার অকৃত্রিম ভালোবাসার।।