স্বাধীনতা দিবস
----------------------
প্রভাতফেরি কুচকাওয়াজ, লম্বা ভাষন আর পতাকা উত্তোলন
সকলে সমবেত হয়ে করি স্বাধীনতা দিবস পালন।
নৃত্য -গীতি ,সুরে -ছন্দে করি মাতৃ বন্দনা
দেশের তরে শহীদ বীরদের জানাই সম্মাননা।
শৃঙ্খল ভাঙ্গা স্বাধীনতার অজস্র গল্পগাঁথা
সুসজ্জিত জয়মাল্যে শোভিত ভারতমাতা।
আমরা দেখেছি মায়ের সদা হাস্য মুখ
কেউ কি লক্ষ্য করেছো তাঁর অশ্রুসজল চোখ?
যেই স্বাধীনতার জন্য কতশত দিয়েছে বলিদান
সেই স্বাধীনতার কি তবে যথার্থই দিয়েছি সম্মান!
কেন তবে আজ আকাশে বাতাসে ধ্বনিত হয় হাহাকার
পরাধীনতার চাদরে ঢাকা স্বাধীনতা জেরবার।
আমরা যদি সত্যিকারের স্বাধীনতাই পেতাম
তবে কি আর মানুষে মানুষে এত ভেদাভেদ দেখতে পেতাম!
যে লোকটি ক্ষুধার জ্বালায় একমুঠো অন্ন খুঁজে বেড়ায়
সে কি তবে স্বাধীনতার আনন্দ খুঁজে পায়?
যে মেয়েটির ইজ্জত রোজ লুণ্ঠিত হয়
সে কি স্বাধীনতার স্বপ্নে কখনো মত্ত রয়?
যে নারীর পায়ে পরাধীনতার শিকল
রয়েছে বাঁধা
তার কাছে কি স্বাধীনতা নয় শুধুই গোলকধাঁধা?
তবে কিসের স্বাধীনতা,  কিসের এত জয়োল্লাস
ভারতমাতার জয়গান যে কেবল পরিহাস।
যেদিন ভেদাভেদ শেষে উড়বে ঐক্যের ধ্বজা
সেদিন না হয় পালন করব পূর্ন স্বাধীনতা।।