মহীরুহ
----------
আজ তুমি ফিরে যাও
এখনো আমি রয়েছি তৃণ
রোজ হচ্ছি পদপিষ্ট।


দুঃখ সিঞ্চন করে
খর তাপ সহ্য করে
মাটির বুক থেকে অশ্রুজল শুষে
একদিন হয়ে যাব মহীরুহ।


তখন না হয় এসো
পত্রপল্লব শোভিত
ঐ তরু ছায়ায়
দুদন্ড বিশ্রাম নিতে।


-স্বরূপা দত্ত -