উড়ো চিঠি
-----------
নির্জন দুপুরে বৃষ্টিভেজা রোদ্দুরে
একাকী, মন উড়ে চলে দূর আকাশে
বয়ে আনে মেঘের খামে ভরা তোমার চিঠি!


আমার তৃপ্তি,


আজো মনের কোনে জমাট বাঁধে অভিমান
অজান্তে চোখের পাতা ভিজে ওঠে
সেদিন ওভাবে চলে না গেলে
হয়তো আজ দিগন্তের লাল আভায়
রাঙ্গিয়ে দিতাম তোমার সিঁথি।


ওভাবে চলে না গেলে
হয়তো ভালোবাসার ইটপাথরে
গড়তাম এক অন্য তাজমহল
জোৎস্না রাতে তোমার কোলে
মাথা রেখে লিখতাম প্রেমের কবিতা।


মুহূর্তের ঝড়ো বাতাস হয়ে
স্বপ্নগুলো ভেঙ্গে চলে গেলে অন্যের হাত ধরে
আমি রয়ে গেলাম একা, মরু প্রান্তরে।


ভালোবেসে যে হাতটি ধরেছিলে
নিষ্ঠুর তুমি, সেই হাতেই পড়ালে শিকল!!
হ্নদয়ে কঠিন করাঘাত, তবু বেঁচে আছি।


তোমার প্রতিক্ষায় প্রহর গুনি
হয়তো দিক্ভ্রান্ত তুমি দেখা দেবে একদিন,
হয়তো বা ভুলে গেছো চীরদিনের মতো
কিন্ত আমি যে আজও মনের ক্যানভাসে
এঁকে চলি তোমার- ই জলছবি।
ভালো থেকো...
                                              ইতি
                                      তোমার সুবিমল।