(অগ্রজ কবি সৈয়দ ইকবাল কে)
নিয়তি যখন আরাধ্যকে অতিক্রম করে
সাধ্য কার? ঘুরায় চাকা।
চলার পথ চলতে থাকে
তবু -
অবচেতন মনে
হাহাকার ,
ক্রন্দন জলে
ভেসে উঠে
হারানো অতীত।
বড় কষ্ট স্বদেশ তোমার জন্য
বিদূরিত কস্টের শিখা জ্বলে
মোমের ন্যায়।
ক্ষয়িত বুকে ....