মধ্য রাতের আকাশে
পূনিমার চাঁদ,
একলা জেগে রয়
হয়তোবা কখনো মেঘ বালারা
চাঁদের সাথে করে খেলা।
সেই খেলার মাঝে
লুকিয়ে থাকে অজনা এক ভালবাসা,
সেই ভালবাসার নিশ্চুপ সাক্ষী
কজন ঘুমহিন জেগে থাকা
নিশ্চুপ প্রাণ।
তারা আপন মনে ভেবে ভেবে রাত পোহায়
ভালবাসা বুঝি অজানা খেলা
যেখানে কখনো মেঘের জয়,
কখনো আবার চাঁদের হাঁসির
সেই জয় পরাজয়ে
ভালোবাসা হয়ে যায় স্বাথপর।