আধাঁরে কাঁদিয়া মরে প্রাণ
আলোর কোন দিশা নাহি আর,
যদি নাহি পাই তোমারি দয়া
ওহে মাবুদ ওহে দয়াল
এ বিশ্ব সংসারে বাঁচিব কি নিয়া।


নয়ন বাহিয়া গড়ায়ে পড়ে জল
তোমারি দয়া না পাবার ভয়,
ওহে মাবুদ ওহে দয়াল
পাপের রাজ্যে ক্রমস ডুবিয়া
হইতেছি ক্রমে মনুষত্বহীন।


তোমারি কাছে চাহি ক্ষমা
মাবুদ তুমিই যে সৃষ্টির স্রষ্টা।