কোন্‌ গাছেতে ফুল ফুটেছে?
কোন পাখিটির ছানা
আর হলো না জানা।
পিঁপড়েদের ওই মামার বাড়ি
কোথায় রাখা চিনির হাড়ি
দেখতে আমার মানা।
সুতো কাটা ঘুড়ির পেছন যেই না ছুটি তাই
মায়ের চোখে ওমনি আমি বড্ড বখে যাই।
পাঠ্য বইয়ের আড়াল থেকে গল্প যদি মেলে
প্রকান্ড এক অপরাধে বইগুলো যায় জেলে।
অসময়ে পদ্য লেখা মহামারি রোগ
যার ফলে সব যাবে গোল্লায়
এই বিষয়েই শোক।
এমন যদি হতো তবে
নদীর স্রোতে ভেসে ভেসে
খেলবো সারা বেলা।
শুকনো পাতার মিষ্টি ডাকে
হাওয়ায় মেঘের ছবি এঁকে
গান গাবো বেতালা।
রাখাল হয়ে ছুটবো আমি
প্রভাত, বিকেল বেলা।
লেখা পড়াও করবো না হয়
তার হবে না হেলা।
আর কতকাল মেয়েটি তোমার মুরগি খাঁচায় রবে?
খোলা মাঠে ছুটবে যদি মানুষ তবেই হবে।
এই ছড়াটি দেখবে যখন আমার মাতা-পিতা
মুচকি হেসে বলবে কেশে
হোচ্ছ তুমি যা-তা।
উপন্যাস পড়ে পড়েই পণ্ডিতের মাথা
শুনতে হবে লেখা পড়ার উপদেশের ধরণ
করবো তখন আপন মনে শুধুই শিরশ্চালন।