স্নিগ্ধ সমীর, মিষ্টি সুরে
যাচ্ছো কোথায় উদাস করে?
সঙ্গে তুমি আমায় নিবে?
মেলবো আমি ডানা তবে।
জীবনটা যে গোলক ধাঁধা,
চার দেয়ালে শিকল বাঁধা।
উড়বো আমি নীল আকাশে,
ছুটবো আমি উর্ধবশ্বাসে।
কিন্তু কোথায় পারছিনা তো,
উড়তে আমি তোমার মতো,
ছুটতে মাঠে ইচ্ছে যতো।
মন যে আজ ব্যাকুল আমার,
দাওনা চাবি শিকল খোলার।
কোন দিনও পাবো ছাড়া?
গুণবো সেদিন আকাশের তারা।
থাকবে না আর আলো-আঁধার,
বইবে সেদিন আনন্দের জোয়ার।