শহরের এই ব্যস্ত জীবন,
করছে বড়ই শব্দ দূষণ।
ছুটছে সবাই এদিক ওদিক,
নেই যে কোন ঠিক বেঠিক।
ব্যস্ত সবাই নিজেকে নিয়ে,
ফিরছে না কেউ অন্য দিকে।
কেউবা দুঃখে, কেউবা সুখে,
কেউবা আছে অস্থির মনে।
গাড়িগুলোর বাড়ছে হর্ন,
পথে পথে জনগণ।
রাস্তায় যানজট-  
করছে মানুষ ছটফট।  
অসহায়রা হাত পাতছে,
কেউ খিদের জ্বালায় ভুগছে।
কাকগুলো কা-কা ডাকছে,
করছে খাদ্যের সন্ধান।
বাজারে হৈচৈ-
কেউ কিনছে ইলিশ, কৈ।
বিনোদনের জন্য কেউ যাচ্ছে পার্কে,
কোথায়ও আবার গন্ডগোল তর্কে বিতর্কে।
শহরের এই ব্যস্ত জীবন,
করেছে মানুষ অক্লান্ত পরিশ্রম।