দিন বদলায়, সময় বদলায়
চারপাশে প্রকৃতি সব বদলায়।
স্থান বদলায়, কালচার বদলায়
মানুষ পর্যন্ত বদলায়।


এই ঘরটা দাদার ছিল
তার পর হলো বাবার
আজ ঘরের মালিক আমি
কাল হবে কার।


একসময় যে ছিলে এখানে
আজ সে নাই
আজ যে আছে এখানে
সে কোথায় থেকে এসে নিলো ঠাই।


এক জনের জায়গা অন্য জনে পায়
যার জায়গা সে অবসর নেয়।
এই দুনিয়া তো দুনিয়াই থাকবে
বাকি সব বদলায়।