দুনিয়াকে তুচ্ছ ভেবে করোনা তুমি ভুল
একটা জিনিস মনে রেখো দুনিয়া তোমার মূল।
মূল শক্ত হলে ফুল ফলে আলো বাতাসের তলে
যতো জোয়ার আসুক গাছ নাহি টলে।
মূল নরম হলে যতোই করো বলে
গোড়া কেটে উঠে যাবে কোন ভাগাড়ের দলে।
কর্ম ফলে প্রাপ্তি
ভুলের আছে শাস্তি
ভালোর আছে যে গুন
সে অনুযায়ী পাবে ভালো সুখ হাজার হাজার গুন।
পরীক্ষার হলে সে ভালো করে
যা আছে চেষ্টা ভালো করবে বলে।
এই পরীক্ষার তো সব উত্তর আগে থেকে আছে
চেষ্টা করে ঠিক করলেই হয়
থাকতে ফুলে ফলে।