আমি ধূলিকণা হতে চাই স্রষ্টা সমুখে,
বজ্র-নিনাদ হতে চাই তাগুতের বুকে;
অথচ নিয়তই হচ্ছি পলায়নপর,
কখনো আবার ওদেরই রাহবর,
মানবতা তাই মরছে আজ ধুঁকে ধুঁকে!
Rahbar (Guide)
I want to be dust before the Creator,
And thunder within tyrant's chest, greater.
But I'm always on the run,
Once their guide, then undone,
Now humanity gasps for its breath—quieter.
29/05/2021