সুখী দেশের সুখী মানুষ
ছিলাম আমরা বেশ
ধন-ধান্যে ভরা ছিল
আমার সোনার দেশ।


নানান দেশের নানান জাতি
যুগে যুগে এসে
লুট করে নেয় বাংলার ধন
তাদের নিজের দেশে।


সবুজ শ্যামল বাংলা আমার
হয় না যার তুল
দেখার মতো নয়ন থাকলে
হয় না কভু ভুল।


বাংলা মায়ের বুকের মাঝে
কতোও সম্পদ রয়
পাহাড় চিড়ে ঝর্ণা-নদী
কুলকুলিয়ে বয়।


পুণ্যভূমি সিলেটে কতো
চা বাগান আর পাথর নদী
তেল-গ্যাসের খনি সেথা
সবুজে মোড়া নিরবধি।


বিশ্বসেরা সাগর পাড়
আর প্রাকৃতিক সব হ্রদ
দেখতে চলো চালাই এবার
চিটাগাঙে রথ।


খুলনায় আছে সুন্দরবন
জগৎ সেরা নিবিড় বন
নানা জাতের প্রাণীর মাঝে
রয়েল বেঙ্গল অন্যতম।


কুয়াকাটা সাগর তীরে
দাঁড়াও যদি একটিবার
সূর্যোদয় আর সূর্যাস্ত
মন ভুলাবে বারবার।


ফজলি আমের মাতাল ঘ্রাণে
টানে যদি রাজশাহী
রাজ-রাজরার স্মৃতি কিছু
দেখে এসো ওহে রাহী।


নওয়াব বাড়ী, সোনার গাঁ
ইতিহাসের ঘুরে চাকা
জাহাঙ্গীরনগর হলো শেষে
রাজধানী ঢাকা।


নানা জাতের নানা ভাবের
মানুষ থাকে ঢাকায়
ধরা খেয়ে যেও না’কো
দুষ্ট-লোকের ধোঁকায়।


বিশ্ব-ভ্রমণ করার আগে
ঘুরে এসো বাংলাদেশ
প্রকৃতি আর ইতিহাস জানতে
চলো দেখি আপন দেশ
বাংলাদেশ, বাংলাদেশ!


(২০ মার্চ ২০১১)