(কবি আল মাহমুদ অগ্রজেষু)


নারকেলের ঐ লম্বা মাথায়
চাঁদ খুঁজো না চাঁদ;
তাইতো ওরা ফন্দি করে
ফাঁদ পেতেছে ফাঁদ!


তোমার মায়ের নাকের নোলক
কেমনে হলো হারা;
যারা ছড়ায় নিন্দা তোমার
তারাই করলো সারা।


সোনালী কাবিন রচলে কেন
অযুত মোহর ছাড়া;
তাইতো ওরা খুঁজে বেড়ায়
ফাঁক-ফোকরের ধারা।


দেশের তরে প্রাণ সঁপেও
লকব পেলে কালো,
মৌলবাদী তকমা দিয়ে
সরিয়ে নিলো আলো।


চাটুবচন বিলিয়ে যারা
লায়েক বনে যায়,
দুধভরা চাঁদ তাদের পানে
হাত বাড়িয়ে চায়!


তুমি যে তাই শূন্য হাতে
পাখির মতো উড়ো,
আমরা না হয় তোমার তরে
বারেক হবো জড়ো।


তোমার নামে রচোক যতই
মন্দ কিংবা ভালো,
তোমার কৃতি থাকবে বেঁচে
জ্বালবে ধরায় আলো!


(৫ই মার্চ ২০১৯)