প্রথম মা:
মা দিচ্ছে উপদেশ কন্যারে তার
কীকরে সাজাবে সে নূতন সংসার।
‘পুরুষ মানুষ হচ্ছে রণের তাজী ঘোড়ার মত
আনতে পারলে বশে চালাতে পারবে ইচ্ছামত।
ভালবাসায় পারলে আগলিয়ে রাখতে তারে
পারবে তবে সব কথা তব তারে শুনাবারে।
বিগড়াতে গেলে তারে নানান ছুতায়
লাত্থি মেরে ফেলে দেবে তোমায় নির্দ্ধিধায়।
পুরুষের অসহ্য কিন্তু নারীর চোখের জল
তাইতো নারী-প্রেমে হয় সে সদা বিহ্বল।
মায়া-মমতায় রাখলে জড়িয়ে সবসময়
দাম্পত্য জীবন তব হবে চির-সুখময়!
যদি মেনে চলো আমার দেয়া উপদেশ
নবজীবন কাটবে তব আনন্দে অশেষ।’


প্রথম মেয়ে:
ভরসা রাখতে পারো মা আমার ’পর বেশ
ভুলব না কভু তোমার এমন হিতোপদেশ।
মায়া-মমতায় জড়িয়ে করব তারে আপন
সংসার সাজাতে নিচ্ছি যে আমি দৃঢ়-পণ।


দ্বিতীয় মা:
মা দিচ্ছে পরামর্শ কন্যারে তার
কীকরে চালাবে সে নূতন সংসার।
‘পুরুষ হচ্ছে বদের হাড্ডি, বড়ই বজ্জাত
একে পেঁচাতে হয় যে আঙুলে প্রথম রাত।
এদের স্বভাব হলো অত্যাচারী ঘোড়ার মত
পেছনে গেলেই তোমায় লাথি মারবে ইচ্ছামত।
তাই লাগাতে হবে লাগাম তারে শুরুতে
নথ লাগাতে হবে নাকে বাঁধতে দড়িতে।
তেড়ি-মেড়ি করলেই দড়িতে দেবে টান
অমনিতেই বাধ্য হবে, না টেনে পিছুটান।
নারীর রক্তচক্ষুতে পুরুষের খুবই ভীতি
নারীর শাসনে তাই জাগে পুরুষের সুমতি।
যদি পারো মেনে চলতে আমার পরামর্শ
তবেই হবে সংসার তোমার এক আদর্শ।’


দ্বিতীয় মেয়ে:
তুমি কি জানো না মা, কার মেয়ে আমি
আমি কি জানব না কীকরে চালায় স্বামী?
বাসর রাতেই দেব তারে সবক আমি এমন
এক চাবিতেই সারাজীবনের নেব যে নিয়ন্ত্রণ।


তোমার পছন্দ:
কোন মায়ের পরামর্শ বেছে নেবে কন্যা তুমি
রচিতে তব সংসার, আচঁলে বাঁধতে তব স্বামী?
সঠিক নির্বাচনের ভার ছাড়লাম তোমার হাতে
প্রজ্ঞায় নাও বেছে, স্বামী-সংসার তব সাজাতে।


(৩১শে মে ২০২৪, ভোর ৫:৫০মিঃ)



MENS’RE LIKE A HORSE


First Mother:
Mother gives advice to her daughter kindly
How will she adjust herself in the new family?
“Men are like swift horses in the battle
You can drive it as you wish if you have control.
If you can influence him with sweetheart,
Then you can make him all your words to heard.
If you create troubles with many excuses
Surely, he’ll kick you off with no hesitance.
Men are unable to bear women tears
That’s why they’re mad in women’s dear.
If you keep him with love ever,
Married life will be happy forever!
If you follow my advice that I offer
Then new life will be spent in endless pleasure.”


First girl:
You can trust me, mother the pryce
I will not forget your valuable advice.
I will embrace him with love and compassion
To take care of him and the family is my determination.


Second Mother:
Mother gives advice to her daughter frankly
How will she lead the new family?
“Men are very scoundrel and fright
They’ve to be twisted on the finger in the first night.
Their nature is like a bully horse
If you go backwards, will kick you much of course.
So put the bridle wire in the beginning
Nose-ring to be put to tie the rope with ring.
You will pull the rope if the trouble he makes
Then, he’ll be loyal without pulling himself back.
Men are afraid if sees women’s bloody eyes thence
So, men’s intelligence arises in women’s governance.
If you follow my advice that factual
Only then will the family be your ideal.”


2nd girl:
Don't you know mother, whose daughter I meant?
Don’t I know how to handle the husband?
I will give him such a lesson in the wedding night
And will take control of lifetime with the key tight.


Your choice:
Which mother’s advice will you choose, daughter?
To make your husband oblige and family adopter?
I leave the choice of right selection in your hand
Choose wisely, to shape your family and husband.


(31st May 2024, 5:50 am)