আপনার মতো বোকা এবং অথর্বের বাস
এ সমাজে কেনো?
আমরা তো এমন অথর্বকে
সমাজে লালন করতে চাই না!
আপনি যদি পরীক্ষা, চাকরি, ঠিকাদারী, রাজনীতি
ইত্যকার কাজে স্বজনপ্রীতিই না করবেন
সহযোগিতাই না করবেন
তাহলে আপনার কাছে
সমাজ কী-ই-বা আশা করতে পারে?


আপনি বিবেক নীতিবোধ দ্বারা তাড়িত হচ্ছেন?
প্রাচীন আপনার ধ্যান-ধারণা!
জানেন, এ সমাজ আমাদের?
অগ্নিঝরা, গর্জে উঠা সন্ত্রাসী, স্বার্থান্বেষী,
চাঁদাবাজ, নকলবাজ, রাজাকার
এবং তাদের একান্ত অনুগতদের!
এখানে চলবে অর্থ আর পেশীশক্তির মহড়া
সমাজে শ্রেষ্ঠ হবার মানদন্ড হবে
রক্তচক্ষু ও তার কার্যকর প্রতিফলন!


আসুন, আমাদের সাথে আসুন
শঙ্কা নেই, সংবর্ধিত হবেন!
পারছেন না?
প্রতিবাদ, প্রতিরোধ, ঘৃণা উৎসারিত করছেন?
বোকা!
তাই বলি, আপনি বোকা, অথর্ব!
কতো আর যন্ত্রণার প্রহর গোণবেন?
ভাবছেন, আপনার নয়নে ‘অযুত নয়ন’ মিলবে!
আপনার ইচ্ছা ‘ইচ্ছাময়ে’ মিলবে!
লাভ কি তাতে?
আপনি তো বঞ্চিত হচ্ছেন
বিরাট একটা অংশ থেকে।
গন্ডারের চামড়া নিয়ে
কতো আর বেঁচে থাকবেন?
এ বাঁচার স্বার্থকতাই বা কি?
আপনি কেন বুঝছেন না বর্তমানের অবস্থা?


জানি, আপনি পারবেন না!
আপনি তো আর আমাদের মতো নন;
আপনি তো আর উঠে আসেননি
অন্ধকারের নিগড় থেকে!
কাজেই প্রস্থান করুন!


[অতএব আমাকে প্রস্থান যে করতেই হলো প্রিয় স্বদেশ- তোমা থেকে!]