(প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীকে)


এমন অস্বাভাবিক প্রয়াণ তোমার
হলো কোন্‌ পাষাণের অবজ্ঞায়?
এমন নিদারুণ বিদায় তোমার
কভু কি মেনে নেয়া যায়!
তোমার হাস্যোজ্জ্বল, অমায়িক ব্যবহার
কোমল আর ঝরঝরে কথা হতে হবো বঞ্চিত
এমন ভাবতেই স্বজন-আত্মীয়, শুভাকাঙ্ক্ষির
প্রাণ আজ কেঁদে কেঁদে ব্যথিত!


পারিবারিক ঐতিহ্যের কোনোও গর্ব
প্রকাশেনি কভু তব কিঞ্চিৎ ঔদ্ধত্য,
দীর্ঘ তোমার হাত বাগায়নি কভু আপন স্বার্থ
কিংবা হানেনি আঘাত করতে স্বপ্ন কারো ব্যর্থ।
নির্মোহ পিতার* নির্মোহ সন্তান
জ্ঞানের প্রাচুর্যই তোমায় করেছে মহান।


কেনো হলো এমন করে তব অন্তর্ধান
জানেন কেবল তিনিই আল্লাহ্‌ সুবহান
আমাদের প্রার্থনা তাই বিধাতার সনে
আসীন করুন তোমায় জান্নাতের পুষ্পাসনে!


*নির্মোহ মানবপ্রেমিক নাসির উদ্দিন চৌধুরীঃ সৈয়দ ইকবাল (মাসিক শুকতারা, ঢাকা; মার্চ-এপ্রিল '৯৩ সংখ্যা)


[৩০/১১/২০১৪]