ফিরিয়ে দাও আমার বৃন্দাবন*
ফিরিয়ে দাও আমার দর্শনের পাঠদান।
ফিরিয়ে দাও উচ্ছল তারুণ্যের কলকাকলি,
শ্রেণীকক্ষ কিংবা আমার বাসকক্ষ-ভর্তি।
ফিরিয়ে দাও কর্মজীবনের নন্দিত সব আসন,
ছাত্রছাত্রী আর সহকর্মীদের ভালোবাসার বসন।
ফিরিয়ে দাও আমার সেই দৃঢ় বিশ্বাস,
করতে তারুণ্যের সোনালী স্বপ্নের চাষ।
ফিরিয়ে দাও অন্যায় প্রতিরোধের শক্ত মনোবল,
ফিরিয়ে দাও ধেয়ে আসা সেই শঙ্কার ধকল।

ফিরিয়ে দাও চাঁনভাঙ্গা-হবিগঞ্জের মাটি,
যৌবন আমার হয়েছিলো যেথা পরিপাটি।
ফিরিয়ে দাও স্বজন আর স্বদেশীদের মায়া,
পথচলায় যোগাত যে স্নেহময়ী ছায়া।
ফিরিয়ে দাও আমার সোনাঝরা অতীত,
পক্ষের স্তুতি আর বিপক্ষের নিন্দা-গীত।

এর একটিও পাবো না ফিরে আর জানি!
স্বেচ্ছায় ছেড়ে তাদের করেছি যে অপমানী!
যতটা না ছিল তাতে আমার হাত,
তার চেয়েও ছিল বেশী স্বজনদের আঁতাত;
দুষ্কৃতকারীদের অনিষ্ট থেকে বাঁচাবার আশে,
পাচার করলো আমায় তাঁরা দূর পরবাসে।

ভালো থেকো আমার বৃন্দাবন,
ভালো থেকো বিভাগ আমার দর্শন।
ভালো থেকো ভূত-ভবিষ্যৎ প্রজন্ম,
ভালো থেকো শুভাকাঙ্ক্ষী আজন্ম।
ভালো থেকো চাঁনভাঙ্গা-হবিগঞ্জের মাটি,
প্রার্থনা অমলিন আজ মমতা যেহেতু খাঁটি।
ফুটে উঠেছিলাম আমি যে মাটি চুমে,
দিও স্থান আমায় সেথা শেষ ঘুমে।
মা-বাবা-বোন আমার যে মাটির ঘরে,
সে মাটি করো মঞ্জুর আমারই তরে।

* বৃন্দাবন = বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ।

(১৭/০৭/২০২০; সকাল ৫টা ১৫মিঃ)

Return to me

Return to me, my Brindaban*,
Return to me the lessons I began.
Return to me the youthful cheer,
Filling classrooms and rooms so near.
Return to me the cherished seats,
Where love from students and peers meets.
Return to me my steadfast belief,
To grow the golden dreams of youth, brief.
Return to me the strength to fight,
Against the fears that rise in night.

Return to me the land of Chanbhanga’s grace,
Where youth blossomed in that perfect place.
Return to me the love of kin,
The nurturing shade when paths begin.
Return to me my golden past,
Praise from the side, and the curse from the last.

None of this I’ll find again, I know,
For I left them, and in shame did go.
What I had was not what it seemed,
But more from kin who loved and dreamed.
To save me from foes, so cold and fierce,
They sent me far, where I could not pierce.

Be well, my Brindaban, be well,
Be well, my department, where lessons swell.
Be well, past, future, generations dear,
Be well, all my well-wishers near.
Be well, the soil of Chanbhanga’s land,
Prayers unbroken, my heart does stand.
I rose from that earth with love so deep,
Let me rest there, in eternal sleep.

The land where my parents and sister lie,
Let the soil embrace me, as time passes by.

*Brindaban: Brindaban Government College, Habiganj

(17/07/2020; 5:15 AM)