চলন্ত ট্রেইন
দৃষ্টি বহির্মুখী
দিগন্ত জুড়ে সবুজের সমারোহ
বদ্ধ জলের নিস্তরঙ্গ প্রতীক্ষা;
দৃষ্টিকে করে আপ্লুত
মন ছুটে যায়
আমার প্রাণের বাংলায়,
ফসল ভরা সবুজ যমীন
বিনিসুতোয় টানে হৃদ-খুঁটি
নড়বড়ে হৃদ কাতর হয়
যন্ত্রণার আছাড়-বিছাড়ে।

ওদিকে, নিরাবেগ মেষেরা ব্যস্ত ভূরিভোজনে
সোনালী শর্ষেরা করে আপনারে বিকশিত।
অথচ, দিগন্তজোড়া ফসলের মাঠে
নেই কোনো কৃষকের কোলাহল
কিংবা রাখালিয়া বাঁশির সুর
কেবলই নিস্তব্ধতা করে দুর দুর।

দুর্বার গতিতে পিছু ফেলে এদের
ট্রেইন আমার ধায় ব্যস্ততম নগরী লণ্ডন
নীল আকাশ দেখার ভাবনায়
দৃষ্টি ফেরাতেই দেখি
বন্যা নেমে এসেছে যেন নীলিমায়;
অথচ, গতকালই না স্বচ্ছ-নীলিমা
উদ্বেলিত করলো অজস্র জনতায়।
আজ বুঝি ফের ফিরলো সে তার
সতত গোমড়া ভঙ্গিমায়!

[২০/০৫/২০১৩]

With eyes turned outward,
The horizon is filled with green,
The stillness of the stagnant water waits;
Overcome with emotions,
My mind races away
To the heart of my land,
Where fertile fields of green stretch wide,
And the heart is tugged
By invisible strings,
The fragile heart aches
In the turmoil of pain and despair.

Over there, the sheep graze with calm,
Golden mustard flowers bloom in their pride.
Yet, in the fields that stretch to the horizon,
There is no chatter of the farmer,
Nor the melody of the shepherd's flute,
Only silence, echoing far and wide.

Leaving them behind with unstoppable speed,
The train rushes towards the busy city of London,
In hopes of glimpsing the blue sky,
But as I shift my gaze, I see
The flood has arrived, as if in the blue sky;
Yet, just yesterday, the clear blue
Had excited countless people.
Today, it seems, it has returned
In its usual gloomy form.

20/05/2013