চলন্ত ট্রেইন
দৃষ্টি বহির্মুখী
দিগন্ত জুড়ে সবুজের সমারোহ
বদ্ধ জলের নিস্তরঙ্গ প্রতীক্ষা;
দৃষ্টিকে করে আপ্লুত
মন ছুটে যায়
আমার প্রাণের বাংলায়,
ফসল ভরা সবুজ যমীন
বিনিসুতোয় টানে হৃদ-খুঁটি
নড়বড়ে হৃদ কাতর হয়
যন্ত্রণার আছাড়-বিছাড়ে।


ওদিকে, নিরাবেগ মেষেরা ব্যস্ত ভূরিভোজনে
সোনালী শর্ষেরা করে আপনারে বিকশিত।
অথচ, দিগন্তজোড়া ফসলের মাঠে
নেই কোনো কৃষকের কোলাহল
কিংবা রাখালিয়া বাঁশির সুর
কেবলই নিস্তব্ধতা করে দুর দুর।


দুর্বার গতিতে পিছু ফেলে এদের
ট্রেইন আমার ধায় ব্যস্ততম নগরী লণ্ডন
নীল আকাশ দেখার ভাবনায়
দৃষ্টি ফেরাতেই দেখি
বন্যা নেমে এসেছে যেন নীলিমায়;
অথচ, গতকালই না স্বচ্ছ-নীলিমা
উদ্বেলিত করলো অজস্র জনতায়।
আজ বুঝি ফের ফিরলো সে তার
সতত গোমড়া ভঙ্গিমায়!


[২০/০৫/২০১৩]