সবুজ বনানী ঘেরা মনোরম এক কলেজ চত্বর,
দু’জন আমরা, তিনটি প্রাণীর পাহারার তর।
একবার বসি, একবার হাঁটি, আবার তাকাই এদিক-ওদিক,
একঘেয়ে  সময় কী করে যে কাটাই ভাবি তা-ই অধিক।
বাইরে কোলাহলমগ্ন আর ক্রীড়ারত কিশোরদল,
কাঁচের জানালা ফুঁড়ে পূজি আমি দিবস এক ঝলমল।
সদা ঘাপটি মারা প্রকৃতির - এদেশ মাঝে,
উজ্জ্বল দিবস খোঁজা কী কভু কারো সাজে?
তবু ফেলে আসা অতীতের স্মৃতি কেবলই হাতড়াই,
সবুজ-শ্যামলীমা বাংলাকে নিয়ত খুঁজে বেড়াই।


দেখতে না দেখতেই প্রকৃতি আবারও ফিরে,
গোমরামুখী তার চিরায়ত স্বভাবে।
পরক্ষণেই ঝালাপালা করে কান ঘাস-কাটার মেশিন,
দূরের নিনাদও হয়ে যায় যেথা তার মাঝে লীন।


সহসাই কিশোর-কিশোরীদের কলরব হয়ে উঠে জমজমাট
আমরা দু’জন তল্পিতল্পা নিয়ে ছাড়ি আমাদের মাঠ।


(০৯/০৬/২০১৪)