আজ একটু আমায় চেনে নে,তোর যত না চেনা আমাকে,আজ একটু তোর করে দেখ,তোর না করা আমাকে!
আমি তোরই ছিলাম কি না,একটু ভেবে দেখ !


তার চেয়ে চল দূরে চলে যাই,হারিয়ে যাই অরন্যে,আজ এই জ্যোৎস্না রাতে ভরা চাদের আলো গায়ে মেখে,পাড়ি জমাই অজানার পথে,যেখানে তুই আমি মিলে জন্ম নেবে একটি শুভক্ষন!
সময় বড্ড অভিমানে জড়ে যাচ্ছে,বেখেয়ালে সন্ধ্যে হবার নামে!


অপরুপ তোর চোখ,বিষাদহীন কথা,লুকানো মিষ্টি হাসি তোর ঠোটের কোনে,উল্লাসে চাপা বুকের বাম পাশ টা কেমন করে নিয়ন্ত্রনে আনিস,জানিনা!
বশ করে নিলি কিছু বোঝতে পারার আগেই,এইটুকোই তো পাওনা ছিলো তাও মিটিয়ে দিলি মনে মনে,আর কি দিবি,আর কতো সুখ,আমি যে ব্যাকুল হয়ে আছি দেখার জন্য বাকিটুকো...