ভাঙা শব্দ নিয়ে তোমার সামনে দাঁড়ালে আমি বুঝি
কতোটা কাঙাল আমি;
কতোটা ভাষা অপ্রকাশিত রয়ে যায় তিলেতিলে,
যুবকের চুল তোমার চোখকে ঘীরে থাকে তবুও,
কতোটা কাঙাল আমি;
ফিরতি পথে কতবার পিছু ফিরে থাকাই তুমি দেখবে বলে,
কতোটা কাঙাল আমি!
তোমার নজর থেকে সড়ে আসা যে কি যাতনা
কতোটা কাঙাল আমি;


মাস, বছর অথবা দিন শেষে রাতের আধারে তারা গুনি,
কতোটা কাঙাল আমি
মিথ্যে কথার ঝুলি নিয়ে মনের উল্লাসে থাকি,
কতোটা কাঙাল আমি!
স্নায়ু বন্ধ হতে গেলেও তোমার নাম বারবারই জপি;
কতোটা কাঙাল আমি;
'কেমন আছো'জানতে চাওয়া তুমি হারিয়েছো তবুও,
কতোটা কাঙাল আমি!