মানুষ আমি শ্রেষ্ঠ সবার,
সৃষ্টি করেছ আল্লাহ্ মহান
মেধা, জ্ঞানে,গুণে
সুন্দর্যরূপী শরীরে অনন্য তোমারি দান।


তোমারি মহিমময় পেয়েছি ধরা,
পাখি গায় গান মিষ্টি সুরে
নবী মোদের রাসুলুল্লা
তবোধারে করি প্রার্থনা,
তুমিযে সুমহান
চালাও আমায় সুপথে,
করো নেকবান।


ভোরে রবি উদিত হয়,
নূতন আলো নিয়ে
গাছগাছালি সবুজে ঘেরা,
নদীনালা আর সাগরে ভরা
অপরূপা মোদের এই দেশ
কতযে সুন্দর্যের নেইতো শেষ।


সূর্য ডুবে সন্ধা নামে,
তিমিরে ছেয়ে যায় চারিপাশ
তারায় ভরা, চাঁদনী জোসনায়
জোনাকিপোকা জ্বলে মিটিমিটি
লাগে কি মনোরম।
তুমি মোদের আল্লাহ্ রব্বুল আলামিন
তুলি হাত তোমার ধারে,ধরি মোনাজাত
রহম করো, দেখাও সুপথ।


বর্ষা দিনে ঝরঝর বৃষ্টি,
পড়ে মধুর শব্দে টুপটাপ
মেঘেরঘটা আকাশ জুড়ে,
অন্ধকার চারিপাশ
জলে ভেজা তেপান্তরে
ভরপুর হয় সবুজের সমারোহে।


তুমি রহিম রহমান, করেছ ভালোবাসা দান
প্রেমেতে পড়ি নবীর হাজারো বার
কত দয়ালু ছিলেন নবী,
কত পবিত্র,সৎ নীতিবান
অনুসরণ, অনুকরণ করি যে তোমার
তুমি অনন্ত শ্রেষ্ট মানব সন্তান।


কুরআন পড়ি তোমায় যপি,
সালাত কায়েম-এ তোমায় ডাকি
সাড়া দাও হে আমায়
বান্দার পড়ে মায়ায়
কবুল করে নাও আমায়।