সুখের আড়ালে প্রতিদিনই মেঘ হয় মনের জমিন,
বিষাদের অশ্রুজল ঝরে অভিরাম
সময়ের বেড়াজালে স্মৃতির পিছুটান ছাড়েনা আমায়
র্নিবান কল্পনা ভাবায় সারাক্ষণ।
আমি আজ নিস্তব্ধ ,নিরব
নেই কোনো স্বপ্ন নিবেদিত প্রবহে
যা হারাবার হারিয়েছি ,পেতে চাইনা আর
ঘন বরষার দিনে,একা অপলোক চোখে
তাকিয়ে বারে বার আমি ডুবে গেছি কল্পনায়
কোন এক শান্ত পৃথিবীতে ,কেউ নেই সেখানে
আমি শুধুই একা আমার জগৎ জুড়ে।


আকাশের রং বদলায় বারে বার,
কখনো আকাশে খেলা করে রংধনুর সাত রং
কখনোবা সে আকাশে মেঘলা থাকে অনির্বান
ছায়া সংঙ্গি হয়ে তুমি নামে শূন্যতা ভাষাহীন করে দেয়।


অশ্রুসিক্ত জীবনের আলোটা,যত চাই নিভিয়ে দিতে
পারিনা নিভাতে ,উত্তাপ্ত আগুনে ধাউ ধাউ করে জ্বলে
এ আগুন কখনো নিভবেনা আর,
যদিনা নিভে যাই আমি
অবহেলিত আবেগে ঝরে যাব ঠিকই।