দেখেছ আকাশ কখনো ব্যথিত প্রহরে
যন্ত্রণা ঝরে নির্বাক দুচোখে
অভিরাম স্মৃতিরা খেলাকরে অতিতের টানাপোড়নে
স্বপ্নগুলো থমকে যায় বিষাদী রঙে
থমকিত আকাশে ওঠেনা চন্দ্র,
দিবালোক জুড়ে অন্ধকারের মরতা নামে।


একলা অনুক্ষণে নির্বাসিত মনে
হারানোর বেদনায় ক্ষতবিক্ষত প্রহরে
অভিপ্রায় জুড়ে ধূসর আমবশ্যা নামে।
বিষণ্ণতার ভিড়ে আসেনা ভালোলাগা
কাগজের শূন্য পৃষ্ঠায় কেবলই অবহেলার গল্প
অজানা পথ জীবন-যৌবনের গন্তব্য।


এপাড় গড়ে ওপাড় ভাঙে এইতো নদীর খেলা,
আমার যৌবনে জড়তা, তোমার যৌবনে ইচ্ছেপনা
নিজেকে রাঙাও তুমি খেয়ালী স্রোতের ভেলায়
আমার মোহনায় শুধু প্রয়োজনহীন বকুল ফোঁটে।
অপ্রাপ্তি, স্বপ্ন ভাঙার কষ্টের অনলে পুড়ে হৃদয়,
তোমার সময়গুলো কাটে নূতন বিলাসী চাঁদনী উপমায়।


মাঝেমাঝে চিঠি আসে পুরানো ঠিকানায়
চিঠিগুলো আকাশে মেঘ এনে বিজলী চমকায়
চিঠির বর্ণমালায় অদ্ভুত এক আবেগ
শব্দমালার সবটা যেনো পরিবর্তনের জগৎ।
আমার আমিতে পরিতৃপ্ত মেয়েটা,
আমাকে আর সহ্য করতে পারেনা
ঘুড়ি উড়ায় অন্যের আকাশে,
সেই আকাশটাকে ভালোবেসে।