বসন্ত এসেছে আবার,
গাছে গাছে ফুলে, সুভাষিত ঘ্রাণে
বিরহী মনে একটু দোলা দিতে।
বসন্ত এসেছে আবার,
বিষাদের অবসানে,
রবি ঠাকুরের অঝর ফাল্গুনি কবিতার চরণে।
বসন্ত এসেছে আবার,
নূতন পাতায় সবুজের রঙ একেঁ
ভালোবাসার বর্ণমালা নিয়ে।
বসন্ত এসেছে আবার,
নারীর দেহে শাড়ী, যুবকের দেহ পানজাবি পড়ে।
বসন্ত এসেছে আবার,
হলুদ খামে পরিপূর্ণ কথামালার ইচ্ছেপনা জুড়ে।