বৃষ্টি ও তুমি দুটি আমার ভীষণ প্রিয়,
বৃষ্টিকে ভালোলাগে তোমার জন্যই
বৃষ্টির দিনে তোমার পাগলামি যায় খুব বেড়ে
তোমার ছেলেমানুষি আমাকে ছুঁয়ে যায়
আমাকে স্পর্শ করে ভালোলাগা এনে দেয়।
মনে আছে সেদিন সন্ধার লগনে,
ঠিক যখন মেঘেরা ছুটছিলো দিক থেকে বেদিকে
তখন বৃষ্টির অপেক্ষাতে বিভোর তুমি
গুনগুন সুরে করেছিলে বৃষ্টির মিনতি,
উদাসীন চোখে বিষণ্ন,
আমার মন জুড়ে ভিড় করছিলো কোন এক রিক্ততা।
সরে যায় মেঘেরা বৃষ্টি সেদিন আর আসেনা,
তোমার মনে খারাপলাগা বাড়ে ,
জানালার গ্রিল ধরে তাকিয়েছিলে নির্বাকে
সে তাকানি জুড়ে কোন এক শূন্যতা,
আমি পাশে তবু তুমি অপরিপূর্ণ কোন প্রহরী,
যেনো ভাবনা ছুঁয়েছে তোমায়,
বৃষ্টির অবহেলায়,ক্ষণের মিথ্যা লালসায়
তবো মিলনের সুখে বাঁধ ভেঙে যায়,
মায়াবী মুখে চাঁদের কিরণে পরিপূর্ণ হয়
নেমে আসে অসমে ভালোবাসার বৃষ্টি,
সে জলে ভিজে একাকার হৃদয়ের নগরী
তোমার স্পর্শের উষ্ণতার অন্যরকম আমার অনুভূতি।