যখন তুমি ছিলেনা, ছিলোনা কোন বিষাদের ভাবনা
যখন তুমি হঠাৎ সেই দিনে এসেছিলে, অনুভূতিগুলো আকুতি করছিলো তোমারই পানে
ডানা ভাঙা পাখির মত তোমার আকাশে উড়তে অভিরাম,
বিচরণে সীমাহীন যন্ত্রণার হাহাকার
উড়ার বাসনায় ঘুরেফিরে ব্যর্থতার নিবারণ
প্রবল বাসনা হৃদয়ে ঢেউ তুলেছিলো যে দুটি চোখের ইশারায়,
সে দুটি চোখ আজ দূর কোন অজানা গহীন নিমন্ত্রণে, জানিনা সে স্বপ্ন আঁকে কিসের আয়োজনে।
অতৃপ্ত, অনুতপ্ত মন, পলকহীন নয়নে
ঝরায় অশ্রুজল
সে জল কেউ দেখে না,
জানেনা কেউ, হয়তো জানবেনা কোনদিন
অপরিপূর্ণতা ছায়ার মত ঘীরে রাখে আমায়,
কবিতার খাতা জুড়ে মনে পড়ে,
স্মৃতির একমুঠো নীলচে হতাশা
মায়াময়ী সেই মুখ।
আমি নিরন্তর এককিত্বে থেকেছি বহু শতাব্দী, বহুবার
কখনো এমন শূন্যতা আমাকে স্পর্শ করেনি,
ভাবায়নি সারাক্ষণ
তবো সুখটুকু বিসর্জনে আসে কিছু সুখ,
নোনাজলে খেয়ালী ক্যানভাস জুড়ে সেইতো তুমি এখনো অমর।
দেখা হবে,হয়তো না,
হয়তো বা কোন একদিন দুজন দুই ধরনীর তটে,
জানিনা
যদি হয় দেখা তোমার কোন পরিবর্তন হবেনা,
তবে আমার তুমিময় জীবনে জাগ্রত হবে কত রক্তাক্ত প্রতিমা
কোন কথা বলতে পারবোনা সেদিন,
থাকবেনা সেই সাহসটুকু
চিরায়ত ছন্দের ঘটবে ধারাপতন,
তোমায় ভালোবেসে জীবন নিভে যাবে নিরন্তর
সেদিনের একটু অনুভূতি, সেইতো তোমার উপহার
যা তুমি দিয়ে করেছ ভালোবাসা দান,
শিখিয়েছ দেখা, অদেখা,শারীরিক সম্পর্ক ছাড়াও প্রেম হয়,
যে প্রেম  করে দেয় মৃত্যুর পরেও অমর।
------------
১৯ জানুয়ারি ২০১৯