শূন্য থেকে শুরু জীবনের অভিযাত্রা,
অংকের ধারাপাতে সূত্র অনেক খটকা
চালচলন, ভূষণ, নির্বিকারে
ফুটে উঠে মানবীয় রূপজ,
জ্ঞান অন্বেষণে পরিপূর্ণ মগজ,
অর্থ, সম্পদ বিনে শুধুই সাদা কাগজ
এইতো নিপাতিত জীবনের খেলা।


আকাশ ছোঁয়া আবেগুলো,
রংহীন দেয়ালে বন্দি হয়ে রয়,
পথের বাঁকে পথ হারানো অধরা স্বপ্ন,
আবছায়ার আড়ালে নিরর্থক করে দেয়।


কষতে বসি জীবনের অংক,
পাতায় পাতায় ভুল,
মিলাতে গিয়ে দেখি জীবনটা ব্যর্থকামে কোন নর্দমার প্লাস্টিক।
সাদাকালো ক্যানভাসে জুড়ে ধূসর একটা দেয়াল,
নিভু নিভু করে জ্বলছে তব পুরিয়ে নিজেরই শরীর।


নিজের কথা নিজে আমি ভাবি দিবানিশি,
সকাল সন্ধা বিভোর হয়ে আহরণ করি শুধুই গ্লানি।
কণ্ঠে আমার নিরবতা, চোখে ধোঁয়া ধোঁয়া,
সফলতার কামনায় ব্যর্থতা দেয় হানা।