যবে থেকে দেখেছি তোমায়,খুঁজিনা অন্য কিছু
তোমায় পেতে সাধনার আবেগে লিখি চিঠি।
মেঘবতী, ইচ্ছেমতি স্বপ্ন দেখাও আমায়,
তোমার জন্য বিরহী মনে সুর তোলে নিবিড়ে।
কাজল কালো তোমার চোখে, স্বপ্ন আকাশ ছোঁয়া,
কল্পনা সুন্দরী তুমি, বাস্তবে চাঁদনী জোসনা।
ফিরে ফিরে অপেক্ষা,খোঁজাখুঁজি চলমান,
একটি নজর দেখার জন্য মন করে আনচান।
কোথায় তুমি থাকো পড়ী,কি ভাবো মনে মনে,
স্মৃতির সন্ধাটুকু অচেতন হৃদয়ে আসে কি ঘুরেফিরে।
কণ্ঠ তোমার শুনতে আমি,করি দুষ্টুমি,
তোমার পিতার ফেনে অনুনয় জুড়ি।
দিক বেদিকে কত সুখ দিবানিশি দেয় হাত ছানি,
তোমার জন্য কাঁদে হৃদয়,
বিরহী সুরে বাঁশী বাজায়।