কিছু পাওয়ার আশা আমার নেই
কিছু হারানোর বেদনার কষ্টও আমার নেই
তোমাকে ভালোবাসি তোমাকেই দিতে চাই
দারিদ্র্যতা পরিয়েছে আমায় শিকল,
অবহেলা নিরবে কেঁড়ে নিচ্ছে মনোবল
জ্ঞানসমুদ্রের জ্ঞান, করেছে তবো আমাকে মহান।


পিপাসিত প্রাণের পিপাসা, অসুস্থ দেহের  আর্তনাদ
বেপরোয়া আচরণের বিবেকহীন বচন
কিংবা ক্লান্ত শরীরের অভিরাম তাপদহন
ঋণী জীবনে চিন্তার ঢেউ,সয়েছি অনেক বুঝেনি কেউ।


তবো আজ কোনো প্রত্যাশাও নেই,
কোনো নব স্বপ্নও নেই
স্মৃতির একটা পাহাড় আছে মনের গহীনে
স্বপ্ন ভাঙার স্রোতে সেতো গেছে বহূপূর্বে হারিয়ে..
ক্ষণে-ক্ষণে কিংবা পরম অসময়ে
ভারী করে তোলে ভাবনার নীলাকাশ
পলকহীন দৃষ্টিতে দূরে,অদূরে কিছুই হয়না দৃষ্টিগোচর
ধনসম্পদই যেনো বড় ব্যক্তিত্বের চেয়ে
ধোঁয়াশা চোখে আজ মানবিকতা,
যে মরার মরুক, আমার মাঝে নিরবতা।


হানাহানি, জুলুম অবিচার, নির্মমতার চরমে মজলুম
প্রশাসন আছে, আছে শক্তিশালী বাহিনী
লাভ কি তাতে ওরা যে জালিমের খুঁটি
নিখোঁজ হয় কত প্রাণ,খুন সে তো সস্তা প্রবাদ
অধিকার, মানে আমি বুঝি এটা অপবাদ
কে করবে বলো ভাই প্রতিবাদ?
তুমি যদি থাকো এভাবে নিরব নিশ্চুপ??