নিবেদিতা নিজেকে আজ অসহায় লাগে,
একাকিত্বে ছেয়ে যায় আমার নীলচে শহর
কেন চলে গেলে,কি ছিলো আমার অপরাধ
বললেও না একটি বার।


ভালোবাসার তো কমতি ছিলোনা,
অনুরাগী জীবনে দেইনি বিরাহ
সহস্রাধিক শব্দস্থির তোমার নিরবতা,
ভাবাতো আমায়,কাঁদাত সারা বেলা।
নির্বোধ আমার নয়ন দুটি, তুমি তুমি করে
সারাক্ষণ স্মৃতিচারণে অশ্রুকণা ঝরে।


আবেগ ছিলো বিবেকহীন তো কখনো ছিলেনা,
নদী ছুটে সাগরের টানে,ভ্রমর ফুলের পানে
কি অভাবে কেনই বা দূরে ঠেলে দিলে।
অভিযোগ কখনো শুনিনি, করতে অভিমান
হঠাৎ করে কষ্ট পেলে নিশ্চুপ থাকতে সীমাহীন,
কি যেন ভাবতে আনমনে অভিরাম।


নিবেদিতা আজ আর পারছিনা, তোমায় হারিয়ে
নতুন সুখে অভিপ্রায়টুকু দিয়ে মন জড়াতে
এখনো আমার গল্প জুড়ে শুধুই তুমি
তুমি ফিরে আসবে সেই অপেক্ষায় প্রহর গুণি
ক্ষতবিক্ষত হৃদয়ে তোমার চরণ ধ্বনি করি।


আমার নীড়ে কোন স্বপ্ন আসেনা আজ,
ছোট কুটিরটাকে মনে হয় স্তব্ধ কবর
কোন চিৎকার নেই,নেই কোন হাসি
শব্দহীন শহর আমার,অন্ধকারে জ্বলে
নিয়মনীতি পেরিয়ে নির্জনতা রাখে ঘীরে।
--------------
১০-০১-২০১৯