নিরন্তর এক প্রতিক্ষার বসবাস হৃদয়ে,
ক্লান্ত হয়না সে বিরামহীন ঢেউ তোলা আবেগ
অপলক চাহনি জুড়ে কি এক দীর্ঘশ্বাস
স্মৃতি মিনারে তবু বিষাদের আর্তনাদ


খোলা জানালার ওপাশে নব আহবান
ভোলা তো যায়না কভু ঠিকানা বিহীন সে পথ
ভাবনার নিবিড়ে থাকো বেশ,
লাজলজ্জাহীন চোখে নামে অশ্রুর স্রোত


রাতের ঘন আধার পেরিয়ে,
জীবনের মায়া সে তো ভুলে
তুমি নামেই কত শত ফুল ফোটে
মনের অগোছালো অরণ্যে


সন্ধ্যা মিলিয়ে যায় রোজ রাতের মাঝে,
রাতের পরে ভোরের সূর্য উদিত হয় অবশেষে
নিরন্তর তবু তোমার নামেই স্বপ্নরা বাসা বাঁধে
অবহেলিত এই কবির কাব্যের ঘরে।