কেন এমন হয়
যাকে বাসি ভালো
সে আর আমার নয়
খুব সহজেই ছেড়ে যায়
কিন্তু ব্যথা কেন কাঁদায়
শুধুই আমায়।
কেন এমন হয়
সুখ শুধুই তার
দুঃখটা আমার?
কেন এমন হয়
যে চোখ দুটি ছিল তার ভালোবাসায় কাতর
আজ কেন সেই চোখে বিষাদ ছড়ানো আতর?
আজ কেন হৃদয় কাঁপেনা তার, আমায় স্মরে
স্মৃতির অজস্র বালুকনা প'রে?
মূহুর্তগুলি আমারি হয় মহাশূণ্যসম
বলতে পারো কেন, প্রিয়তম?
বলতে পারো প্রিয়তমা ওগো
কেন এমন হয়
শত যাতনা পাওয়ার পরও
তোমাকে ভুলবার নয়?
বিরহের কোন গল্প বলতে চাইনা তব
শুধু বলি কেন আমি একা, নয় তুমি?
কারো বুকে থাকবে লুটিয়ে সুখে
আর আমার বুক হবে মরুভুমি?