হায় রাধা
তোমার জন্য হলোনা
আমার এ ঘর বাধা।
তোমার কারনে আমি আজ
দিকভ্রান্ত পাগল-
পথে পথে ঘুরি
নিঃস্ব এক প্রেম-ভিখারী
অকুল সাগরের মাঝে যেন এক
নোঙরহীন তরী।
তোমার চাহনীর কৌশলে
চিত্ত আমার হলো ভ্রম
তোমার হাসির ফোয়ারায়
ভেসে গেল সব সম্ভ্রম।
তোমার নিঃস্বাসের উত্তাপে
আজও আমি পুড়ি
তোমাকে পাওয়ার আশায়
গ্রহ হয়ে অনন্তর
তোমার চারপাশে ঘুরি।