যে কবিতা লিখবো বলে
ভেবেছি কতবার
সে কবিতার ভাষাগুলি কভু
পারিনিকো মিলাবার।
যখনই মাথায় আসে
কিছু পঙতি, ছন্দ
পরক্ষনেই রেষারেষি
পরষ্পরে লাগে দ্বন্দ।
বিষয়ের চেয়ে বৈষয়িক ভাবনা
জেঁকে বসে কলমে
যেনো- চোখ ঘসলাম
অজানা মলমে।
শরমে যাই গুটিয়ে-
যখন কিছু শব্দ মাথায়
খেলা করে লুকিয়ে।
অনেক শব্দগুচ্ছের কারনেও
থাকি সংকোচে
ভাবি, হায়! এও আমার রুচে।
তাই, কবিতা লেখা কত কঠিন
পাঠক যদি বুঝত
সেদিন সব সাহিত্য পিছনে এসে
কবিতার সাথে যুঝত।