ঝঙ ধরা তামার পাতে
অজ্ঞ তুমি কারিকর
কি করে আঁকবে নকশার রেখা
দু'হাত দিয়ে চেপে ধরো বরং
অংগহীন বাঁশের নলা
জমিনে দাগ দিয়ে দেখো
হয়নি কোন আঁকা?
জমিনের দাগ যদি যায় মুছে
তবে, তরতরিয়ে উঠো
উলঙ্গ কোন নারিকেল গাছে
দুটো ডাব নিয়ে করো খেলা
ঝঙধরা তামার পাত নিয়ে আর
কাটাতে হবেনা বেলা।