তোমার চোখে তাকিয়ে থেকে
লক্ষকোটি তারা
অনন্ত ঐ মহাকাশে ছুটছে দিশেহারা,
তোমার হাসির ছিটেফোটায়
মুগ্ধ ঐ চাঁদ হাসে
স্নিগ্ধ শীতল কোমল জলে
পদ্মকলি ভাসে।


তোমার চাহনির মুগ্ধতায়
হরিনীরা থামে
নিঃস্বাসের বাতাসে
সুগন্ধিরা ঘামে।


তোমার হাঁটায়
চুমে দিয়ে যায়
শিশির ভেজা দূর্ব্বা ঘাস
তোমার কথায়
সুরেল পাখির হলো সর্বনাশ!


তোমায় পেতে উড়ছে রাবণ
দিবে তোমায় অর্ঘ
সিংহলাতে প্রাসাদ গড়ে
বাঁধবে সুখের স্বর্গ।
হীন আমি দীন আমি
স্বপ্নবিলাস পেতে
কুঞ্জরনে বৈষ্ণব তব
হাজার বছর ব্রতে।