বন্ধু তোমার নামটি জানি
সাইয়িদ রফিকুল হক


তোমাকে চিনি না তবু তুমি হলে
চিরকাছের শুধু,
জীবন ফুরালে তুমিই সবার আপন বন্ধু!
আজ সবকিছু যেন আলোকিত,
তোমার ছোঁয়ায় হঠাৎ সবই
হবে যে লুপ্ত!
ভালো লাগে আজ অনেককিছু,
ছুটে চলি তাই অজানার পিছু!
স্বার্থের বোঝা খামচে ধরতে
কেউ তো করি না একটুখানি দেরি,
একদিন সব দুমড়েমুচড়ে হবে জীবনের
শেষ-প্রভাতফেরি!
বন্ধু তোমার নামটি জেনেছি ভয়াল মৃত্যু,
জেনে গেছি সব, এখন আর নই তো ভীতু।


সাইয়িদ রফিকুল হক
১৪/০৩/২০১৮