ধর্মের নামে ভণ্ডামি
সাইয়িদ রফিকুল হক


নবীর পথটা ছেড়ে দিয়ে
ধরলি যে তুই শয়তানী,
এই কি তোদের এই জামানায়
আদি-আসল ধর্মকাহিনী?
খুনের রক্ত তোদের হাতে
মুখে আরও মিথ্যাবুলি,
এই কি তোদের ধর্মপ্রেম?
চোখে দেখি ভীষণ ঠুলি!
লোকদেখানো মুসলমানে
দেশটা বুঝি যাচ্ছে ভরে!
এই মুসলমান সত্যপথটা
ফিরে পাবে কেমন করে?
ভণ্ড এখন পথেঘাটে
চারিদিকে ভণ্ড দেখি,
আসল-খাঁটি কোথায় গেছে?
সবখানে যে ভণ্ড-মেকী!
ভণ্ডামিটা ছেড়ে তোরা
আয়রে ফিরে আয় রে সত্যে
মুক্তি তোদের মিলবে এবার
আল্লাহ-নবীর আসল পথে।
নিজের স্বার্থে দল বানিয়ে
কেন ধর্ম বলিস তাকে?
ভণ্ডামিটা ছেড়ে দিয়ে
আয়রে ফিরে আয়রে ফিরে
আল্লাহ-নবীর চির-ডাকে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৬/২০১৭