গরিব হলে
সাইয়িদ রফিকুল হক


গরিব হলে কেউ চেনে না
সবাই করে দূর-দূর,
ধনিকগুলো বাজায় শুধু
মোহনবাঁশির সুর!
মনের সুখে সুখসাগরে
ডুবছে তারা ভোগে,
গরিবগুলো অসহায় যে
ভোগে শুধু রোগে!
গরিব হলে এই দুনিয়ার
সকল দরজা বন্ধ,
যতই ভালো হও না তুমি
তোমার গায়ে গন্ধ!
ধনিকগুলোর গন্ধশুঁকে
মরছে কত কুকুর,
এরাই আবার গরিব দেখে
করছে শুধু দূর-দূর!
তেলে মাথায় তেল দেওয়া যে
অনেক পাপীর স্বভাব,
ধনিকগুলোর মতোই এদের
অনেক বেশি অভাব!
গরিব হলে কেউ চেনে না
সবাই ভাবে পর,
তোমরা মানুষ, গরিব দেখে
বোলো নাকো সর্!


সাইয়িদ রফিকুল হক
০৭/০৬/২০১৯